• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের শপথ  দুপুরে

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০৪

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নবনিযুক্ত সভাপতি ও সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেবেন।

নবনিযুক্ত সভাপতি হলেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, দুপুর ১২টায় তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

৫ আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে ধারাবাহিদ রদবদলের মধ্যে ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।

পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয় সরকার।

সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার তারিখ থেকে ৫ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন তারা।

১৯৭৭ সালে জারিকৃত রাষ্ট্রপতির এক অধ্যাদেশে চেয়ারম্যানসহ এ সংখ্যা সর্বোচ্চ পনেরো (ন্যূনতম ছয়) নির্ধারণ করা হয়েছে।

সবশেষ পিএসসিতে একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য ছিলেন।

বাংলাদেশ সরকারী কর্মকমিশন আইন, ২০২৩ অনুযায়ী, একজন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার সুযোগ রয়েছে।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত তিন নির্বাচনে কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন: বদিউল আলম
৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বাড়ল সময়
যে কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করল পিএসসি 
হঠাৎ ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত